
শম্ভুনাথ সেনঃ
চলে গেলেন বীরভূমের ভূমিপুত্র তথা রসায়ন বিজ্ঞানী ডঃ মুনকির হোসেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭১ বছর। গত ৫ ফেব্রুয়ারি বুধবার রাত্রি সাড়ে দশটা নাগাদ বীরভূমের রামপুরহাট গভঃ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গতকাল ৬ ফেব্রুয়ারি দুপুরে দারুল হুদা ক্যাম্পাস সংলগ্ন মসজিদের সামনে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফায়েজুল হক, মুরারই বিধানসভার বিধায়ক ডাঃ মোশারফ হোসেন সহ প্রয়াত বিজ্ঞানীর হাজার হাজার অনুরাগী আত্মীয় পরিজনেরা।
উল্লেখ্য, ড. বিজ্ঞানী ১৯৫৪ সালের ২০ শে সেপ্টেম্বর বীরভূমের মুরারয়ের এর ভীমপুর সংলগ্ন খুঁটকাইল গ্রামে জন্মগ্রহণ করেন। হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজ থেকে কেমিস্ট্রি অনার্স নিয়ে পাস করার পর তিনি বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার ডিগ্রী ও পিএইচডি করেন। পরে তিনি গ্রহণ করেন বিদেশি ডিগ্রি। অকৃতদার এই মানুষটি সারা জীবন বিজ্ঞান সাধনার সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই জেলা জুড়ে নামে শোকের ছায়া।
