সন্তোষ পালঃ
দুবরাজপুর সরকারি শিল্প প্রশিক্ষণ প্রতিষ্ঠানের উদ্যোগে আয়োজিত হল একটি জ্ঞানগর্ভপূর্ণ আলোচনা সভা। শিক্ষাক্ষেত্রের শ্রীবৃদ্ধিতে প্রযুক্তির ব্যবহার সম্পর্কিত এই সচেতনতামূলক আলোচনা সভার মধ্য দিয়ে অত্যাধুনিক প্রযুক্তি “মেটাভার্স” (থ্রিডি ডিজিটাল) পদ্ধতির মাধ্যমে প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের শিক্ষাদানের আনুষ্ঠানিক উদ্বোধন হলো ২৩ জুন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবরাজপুর ব্লকের ইন্ডাস্ট্রিয়াল ডেভলপমেন্ট অফিসার মাননীয় অলয় বন্দোপাধ্যায়, সুপারভাইজার সেল্ফ হেল্প গ্রুপ অ্যান্ড সেল্ফ এমপ্লয়মেন্ট মাননীয় সুশোভন ব্যানার্জী, অধ্যক্ষ মাননীয় নাসরুল আলম। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক সাদ্দাম হোসেন, রাহুল মুখার্জি, মোহিত চার, অনুপম সেন, তৌসিফ রহমান ও আরো অতিথি বৃন্দ। এদিন প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের এবং বিভিন্ন অতিথিদের হেড মাউন্টেড ডিসপ্লে, ডেটা গ্লোভের মাধ্যমে আমাদের চেনা গণ্ডির বাইরে জগতকে ভার্চুয়াল রিয়্যালিটির মাধ্যমে চাক্ষুষ করানো হয়। প্রতিষ্ঠানের এই ধারাবাহিক প্রয়াসকে সকলেই সাধুবাদ জানান।