
শম্ভুনাথ সেনঃ

বীরভূমের মাড়গ্রাম থানার বামদেবপুর গ্রামে ২৫ ফেব্রুয়ারি দুপুরে বোমা বিস্ফোরণে গুরুতর জখম হয় রঙ্গলাল মাল নামে এক ব্যক্তি। নিজের বাড়ির মধ্যেই মজুত করা তাজা বোমে এই বিস্ফোরণ ঘটে বলে খবর। ভুলবশত বোমাতে হাত পড়ে যাওয়ায় উড়ে যায় হাতের আঙ্গুল। জখম ঐ ব্যক্তিকে রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মাড়গ্রাম থানার পুলিশ। কিভাবে এই দুর্ঘটনা ঘটল, কেন বোমা মজুদ করে রাখা হয়েছিল তার তদন্ত শুরু হয়েছে।

