নারীশক্তি সশক্তিকরণের লক্ষ্যে প্রশিক্ষণ শেষে শংসাপত্র প্রদান, খয়রাশোলে

সেখ রিয়াজুদ্দিনঃ

ভারত সরকারের ক্ষুদ্র ছোট ও মাঝারি উদ্যোগ মন্ত্রনালয়ের আর্থিক সহায়তায় ও সিউড়ী নবদিশা ওয়েলফেয়ার সোসাইটির সহযোগিতায় এবং দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অনুপ কুমার সাহার ব্যবস্থাপনায় গত ৯ জানুয়ারি খয়রাশোলে অবস্থিত বিধায়কের কার্যালয় সংলগ্ন একটি বাড়িতে স্থানীয় ব্লক একাকার গ্রামীন মহিলাদের স্বনির্ভরতার লক্ষ্যে ৪৫ দিনের কর্মশালা শিবিরের সূচনা হয়েছিল। ৫ মার্চ তার পরিসমাপ্তি ঘটে এক মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে। কর্মশালায় মোট ৩৫ জন মহিলা স্বনির্ভরতার লক্ষ্যে প্রশিক্ষণে অংশগ্রহণ করে। উল্লেখ্য দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অনুপ কুমার সাহা একদা দিল্লিতে গিয়ে ভারত সরকারের ক্ষুদ্র ছোট ও মাঝারি উদ্যোগ মন্ত্রনালয় দপ্তরের মন্ত্রীর সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেছিলেন এবং একটা চিঠিও দিয়েছিলেন যে,দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের মধ্যে নারী শক্তি সশক্তিকরনের উদ্দেশ্যে মহিলাদের কে ট্রেনিং দিয়ে সাবলম্বী করার ব্যাপারে ।
সেই চিঠির পরিপ্রেক্ষিতে ঐ দপ্তর থেকে জেলা দপ্তরে চিঠি আসে। সেই মোতাবেক বিধায়কের সহযোগিতায় খয়রাসোল ব্লক এলাকার ৩৫ জন মহিলা কে চিহ্নিত করে রেডিমেড গার্মেন্টস ও হস্তশিল্পের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছিল। আত্মনির্ভরশীল ভারত গড়ার লক্ষ্যে এটি একটি কর্মসূচি বলা যেতে পারে। ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে তোলার লক্ষ্যে যে যে করনীয় তা করার ক্ষেত্রে ব্যাঙ্ক থেকে শুরু করে ভারত সরকারের ক্ষুদ্র ছোট ও মাঝারি উদ্যোগ মন্ত্রনালয়ের পক্ষ থেকেও বিভিন্ন ধরনের সহযোগিতা বা পাশে থাকার কথা বলেন উপস্থিত অতিথিগণ। এদিন ভারত সরকারের শংসাপত্র তুলে দেওয়া হয় প্রশিক্ষণার্থীদের হাতে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অনুপ কুমার সাহা, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এম এস এম ই,ডিএফ ও, সিউড়ি ঋত্বিক বিশ্বাস, সিউড়ি নবদিশা ওয়েলফেয়ার সোসাইটির সেক্রেটারি সুজিত কুমার মন্ডল সহ বহু বিশিষ্ট ব্যাক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *