
শম্ভুনাথ সেনঃ
দরজায় কড়া নাড়ছে আগামী শুভ নববর্ষ “১৪৩২”। চলতি ১৪৩১ এর বিদায় লগ্নে চৈত্র সংক্রান্তি উপলক্ষে শিবের গাজন অনুষ্ঠিত হলো মল্লারপুর থানার অন্তর্গত দক্ষিণগ্রামে। আজ ১২ এপ্রিল এই গাজন উৎসব দেখতে আশেপাশের গ্রামগুলি থেকে অগণিত মানুষের সমাগম ঘটে।


আজকের এই গাজনে ভক্তবৃন্দরা দা বান, কলা বান ও জিভ বানের মধ্য দিয়ে গ্রাম পরিক্রমা করেন। প্রথমে ভক্তরা স্থানীয় দীঘির ঘাট থেকে যাত্রা শুরু করে। পরে শোভাযাত্রা নিয়ে শিবমন্দিরে এসে শেষ করেন। আর এই বান ফোঁড়া দেখতে দক্ষিণগ্রাম সংলগ্ন পাহানা, নন্দীগ্রাম, রাতমা থেকে অগণিত দর্শনার্থীদের সমাগম ঘটে। গ্রামীণ এই লোকায়ত উৎসবে মাতোয়ারা হয় এলাকার মানুষজন।
