প্রয়াত দুই পুত্রের স্মৃতিতে পিতা মাতার উদ্যোগ: এক সপ্তাহ ব্যাপী ভাগবত পাঠ রাজনগরে

মহঃ সফিউল আলমঃ

২৩-২৯ জুন এক সপ্তাহ ব্যাপী শ্রীমদ্ভগবত সপ্তাহ জ্ঞান যজ্ঞ তথা ভাগবত পাঠের আয়োজন করা হয় রাজনগরের নাকাশ গ্রামে৷ ২৩ জুন শুভ সূচনা করা হয়৷ প্রয়াত সুমিত ও সোমনাথ দে এর আত্মার শান্তি কামনায় তাঁদের স্মৃতিতে তাঁদের পিতা উথ্থান দে ও মাতা শিখা দে এইরুপ আয়োজন করেন বলে জানা গিয়েছে৷ প্রবক্তা রাধাকুঞ্জ বৃন্দাবন থেকে আগত শ্রী গোবিন্দ ভল্লভ শাস্ত্রীজী৷ শ্রোতা ও ভক্তরা উক্ত ধর্মীয় কর্মসূচীতে অংশ নেন৷ যাবতীয় উদ্যোগ আয়োজনের ক্ষেত্রে পেশায় এল আই সি এজেন্ট সুনীত দে ও অসীম রায় এবং অন্যান্যরা বিশেষ ভাবে সহযোগিতা করেন ও তৎপরতা দেখান৷ আগামী ৩০ জুন দুপুর ১২ টায় শ্রোতাবৃন্দের যথাসাধ্য সেবা ও উৎসব বিশ্রাম তথা ভক্তবৃন্দের জন্য প্রসাদের ব্যবস্থা থাকবে বলে জানান আয়োজক উদ্যোক্তারা৷ বাসিন্দারা জানান, উথ্থান ও শিখা দের পুত্র সুমিতের যখন সতেরো বছর বয়স তখন রোগে মারা যায়৷ অন্যদিকে তাঁদের আরেক পুত্র সোমনাথ পথ দুর্ঘটনায় প্রাণ হারান৷ সোমনাথ এল আই সির ডিও ছিলেন৷ তাঁদের অকাল প্রয়াণে এলাকাবাসী আজও রীতিমতো ব্যথিত, মর্মাহত৷ তাঁদের স্মৃতিতে এই রুপ ধর্মীয় কর্মসূচী৷ সুমিত ও সোমনাথের আত্মার শান্তি কামনায় বাসিন্দা থেকে আত্মীয় স্বজন সকলে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *