
শম্ভুনাথ সেনঃ
আপাতত বন্ধ হয়ে গেল অণ্ডাল-সাঁইথিয়া রেললাইনে ওভারব্রিজের কাজ। বীরভূমের সিউড়ি-বোলপুর রুটে হাটজনবাজার এলাকায় রেলের এই ওভার ব্রিজের নির্মাণ কাজ দীর্ঘদিন ধরেই চলছে। নানা কারণের জন্য এই ব্রীজ নির্মাণে দেরি হওয়ায় হয়রানির শিকার জেলাবাসী। ব্রীজ সম্পূর্ণ করার জন্য ক’দিন আগে থেকেই রেল বিজ্ঞপ্তি দিয়ে ১৩এপ্রিল এই রেললাইনে বেলা দেড়টা পর্যন্ত বেশ কয়েকটি ট্রেন চলাচল বন্ধ করে। ক্রেনের সাহায্যে স্টিলের গার্ডার বসানোর জন্য এই লাইনে ব্লক নেওয়া হয়, কিন্তু কাজ করতে গিয়ে বিয়ারিং ভেঙ্গে পড়ায় হেলে পড়ে গার্ডার। শেষ পর্যন্ত কাজ বন্ধ হয়ে যায়। উল্লেখ্য, এদিন সময়মতো কাজ শুরু হয়েছিল। কিন্তু রেল কর্তৃপক্ষের টেকনিক্যাল ফল্টের এর কারণে আবারো থমকে গেছে রেল ওভার ব্রিজ এর কাজ। বারবার এভাবে বিভিন্ন কারণের জন্য ওভারব্রিজ সম্পূর্ণ হতে বহু দেরি হচ্ছে। জেলার মানুষকে সেইসঙ্গে এই পথ যাত্রীদের হয়রানি ভোগ করতে হচ্ছে। আবার একটি দিন ধার্য করে পুনরায় এই কাজ সম্পন্ন হবে বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছেন। এদিকে এই কাজ সরেজমিনে ঘুরে দেখেন স্থানীয় সিউড়ি বিধানসভার বিধায়ক বিকাশ রায়চৌধুরী। কাজের দীর্ঘসূত্রিতার জন্য রেল কর্তৃপক্ষকে দায়ী করেছেন তিনি।

ছবি: মহম্মদ আমিন নাশীদ, সিউড়ি, বীরভূম