
শম্ভুনাথ সেনঃ
মুর্শিদাবাদে হিন্দুদের উপর অত্যাচার ও উদ্বাস্তু করার প্রতিবাদে বিজেপির ধিক্কার ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হলো বীরভূমের খয়রাশোলে। ১৪ এপ্রিল বিকেলে খয়রাশোল বাবুইজোড় রাস্তার উপর বিজেপির কর্মী সমর্থকরা এ মিছিলের সামিল হয়। তারা কিছুক্ষণের জন্য রাস্তায় বসে পড়েন। উপস্থিত ছিলেন দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপকুমার সাহা, বীরভূম জেলা সাধারণ সম্পাদক রীতা পাল, টুটুন নন্দী, সুকুমার নন্দী, নীপেন্দ্রনাথ সাউ, সুখময় গড়াই, চারটি মন্ডলের সভাপতি সহ ব্লক নেতৃত্ব ও একাধিক কার্যকর্তা, কর্মীবৃন্দ।
