
সেখ রিয়াজুদ্দিনঃ
জেলা জুড়ে অবৈধভাবে বালি কয়লা পাচারের সঙ্গে পাল্লা দিয়ে সমানতালে বেড়ে চলেছে গরু পাচার। তাইতো বালি কয়লার পাশাপাশি গরু ভর্তি গাড়ি সহ পাচারকারীরা পুলিশের জালে আটকা পড়ছে। সেরূপ আজ ২২ শে মে সকালের দিকে ডিএসপি ডিইবি স্বপন কুমার চক্রবর্তীর নেতৃত্বে একটি বিশেষ দল রামপুরহাট থানার অন্তর্গত মনসুবা মোড় থেকে তারাপীঠের মাঝামাঝি পাকা রাস্তার উপর অবৈধভাবে গরু পরিবহনের বিরুদ্ধে অভিযান চালানো হয়। সেক্ষেত্রে গরু ভর্তি চারটি পিকআপ ভ্যান আটক করে অভিযান চালিয়ে যানবাহনের ভেতর থেকে ২৭টি বড় আকারের গরু উদ্ধার করা হয়েছে।যেগুলো গাড়ির ভেতরে দড়ি দিয়ে নির্মমভাবে আটকে রাখা হয়েছিল। চালকদের কাছে কোন বৈধ কাগজপত্র না থাকায় ২৭ টি গরু ভর্তি চারটি পিকআপ ভ্যান, চারজন গাড়ির চালক সহ মোট ১৫ জনকে আটক করা হয়। স্থানীয়দের অভিযোগ পাচারকারীরা রামপুরহাট এবং তারাপীঠ শহর এলাকা দিয়ে ১৪ নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে প্রকাশ্য দিবালোকে তারাপীঠের দিকে যাওয়া রাস্তা করিডোর হিসেবে ব্যবহার করে অবৈধ গরু পাচার করছে বলে মনে হচ্ছে। স্থানীয়দের পাশাপাশি তারাপীঠ মন্দিরে দর্শন করতে আসা বহিরাগত অনেক ভক্তরাও এই ধরনের অবৈধ কার্যকলাপ অতিষ্ঠ। বাজেয়াপ্ত গাড়ি গরু সহ ধৃতদের স্থানীয় রামপুরহাট থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং আইন অনুযায়ী অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়।