
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের বোলপুর মহকুমা হাসপাতালে উন্নত মানের স্বাস্থ্য পরিষেবার দাবিতে “আদিবাসী জীবন জীবিকা ও ভূমি রক্ষা কমিটির” পক্ষ থেকে আজ ২৩ মে এক গণডেপুটেশনের আয়োজন করা হয়। এদিন সকাল থেকে আদিবাসী সমাজের মানুষজন সেইসঙ্গে সাধারণ মানুষ স্থানীয় তাঁতিজোল প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠে জমায়েত হয়। উন্নত রোগী পরিষেবা, আধুনিক প্যাথলজি ব্যবস্থা ও রোগ নির্ণয়ের জন্য আধুনিক যন্ত্রাংশ স্থাপন, চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা রোগীদের প্রতি দুর্ব্যবহার বন্ধ করা এমন ১০ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি হাসপাতাল কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়। এদিন এই সমাবেশের নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি তথা শিক্ষক শিবু সরেন। আদিবাসী সমাজের মানুষজনকে বোঝানোর জন্য সাঁওতালি ভাষায় তাঁদের বক্তব্য তুলে ধরেন সংগঠনের নেতৃত্বরা। এই স্মারকলিপি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছেও পাঠানো হয়েছে বলে তিনি জানান।