
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের দুবরাজপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের এর উদ্দেশ্যে পোস্টার পড়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। আবারও বিতর্কে সেই কাউন্সিলর, যিনি সম্প্রতি সিঙ্গারায় চাটনি না দেওয়ায় দোকানদারকে চড় মারার অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন। এবার তাঁর বিরুদ্ধেই উঠেছে স্বজন পোষণ এবং বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ। এলাকাজুড়ে এই অভিযোগ সামনে আসায় চলছে ফিস-ফাস্ গুঞ্জন। যদিও সেই কাউন্সিলর সেখ নাজিরউদ্দিন সাংবাদিকদের জানিয়েছেন এই পোস্টার উদ্দেশ্য প্রণোদিত ভাবে দেওয়া হয়েছে। পোস্টারে লেখা অভিযোগের সত্যতা থাকলে তিনি আজই পদত্যাগ করবেন। এই পোস্টার বিতর্কে পৌরপ্রধান পীযূষ পাণ্ডে জানিয়েছেন এই অভিযোগ সবৈব মিথ্যা। এটা বিরোধীদের চক্রান্ত। এখন ই টেন্ডারের মাধ্যমে ঠিকাদারদের কাজ দেওয়া হয়। স্থানীয় বিধায়ক অনুপকুমার সাহা জানিয়েছেন এই কাউন্সিলর বারবার বিতর্কে জড়ালেও তৃণমূল দল তার অন্যায়কে সাপোর্ট করে। অবিলম্বে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত করা দরকার বলে তিনি মন্তব্য করেন।