দীপক কুমার দাসঃ
২৬ জুন, রবিবার সকালেই জি ৭ গোষ্ঠীর সম্মেলনে যোগ দিতে জার্মানির মিউনিখে পৌঁছান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যোগ দেন অনাবাসী ভারতীয়দের একটি অনুষ্ঠানে। সেখানে নৃত্য, গান, ইনষ্টুমেন্টাল সং-এর মাধ্যমে স্বাগত জানানো হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। সহ শিল্পীদের সঙ্গে উদ্বোধনী নৃত্যে অংশগ্রহণ করেন আর্ন্তজাতিক খ্যাতিসম্পন্ন কুচিপুড়ি নৃত্য শিল্পী অমরনাথ ঘোষ। এছাড়া আরো একটি নৃত্যেও সহ শিল্পীর সঙ্গে নৃত্য পরিবেশন করেন। অমরনাথ ঘোষের বাড়ি সিউড়ির সুভাষপল্লীতে। প্রায় ৬০০০ আসন বিশিষ্ট অডিটোরিয়ামে তিল ধারণের জায়গা ছিল না। অডিটোরিয়ামের বাইরেও বহু মানুষ অপেক্ষা করতে থাকেন। ভারতের ধ্রুপদী নৃত্য ভারতনাট্যম, কুচিপুড়ি, কত্থক নৃত্যের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানো হয়। জি ৭ গোষ্ঠীর সদস্য না হলেও ভারত, আর্জেন্টিনা, ইন্দোনেশিয়া, সেনেগাল ও দক্ষিণ আফ্রিকাকে আয়োজক দেশ জার্মানির পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়। স্বাস্হ্য, গণতন্ত্র, খাদ্য নিরাপত্তা, লিঙ্গ সাম্য বিষয়ে এই সম্মেলনে আলোচনা হবে। সেখানে ইউরোপের ২৬টি দেশ থেকে অনাবাসী ভারতীয় শিল্পীরা অনুষ্ঠান পরিবেশন করেন। প্রধানমন্ত্রী নির্দিষ্ট বসার জায়গা থেকে মনিটরে অনুষ্ঠান চাক্ষুষ করেন। এরপর তিনি অডিটোরিয়ামে প্রবেশ করে ৪৫ মিনিট বক্তব্য রাখেন। তিনি বলেন, আগে ভারতীয়দের মনোভাব ছিল চলতা হ্যায়। আর এখন ভারতীয়রা বলছেন, করনা হ্যায়।