একুশে জুলাই, ধর্মতলায় শহীদ স্মরণে প্রস্তুতি সভা বীরভূমের ইলামবাজারে

শম্ভুনাথ সেনঃ

২১ জুলাই তৃণমূল কংগ্রেসের সব থেকে বড় রাজনৈতিক অনুষ্ঠান। শহিদ তর্পণের লক্ষ্যে শহিদ সমাবেশ। উল্লেখ্য, ১৯৯৩ সালের পর থেকে প্রতি বছর নিয়ম করে যা পালন করে আসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবারও তার ব্যতিক্রম হবে না। এই মহাসমাবেশের প্রস্তুতিতে বহু আগে থেকেই জোরকদমে নেমে পড়ছে তৃণমূল কংগ্রেস। এই দিনটি তৃণমূল নেতৃত্ব থেকে শুরু করে কর্মী, সমর্থক সকলের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। উল্লেখ্য, আগামী ২০২৬ সালে বিধানসভা নির্বাচন। তাঁর আগে চলতি বছরে এই ২১ জুলাইয়ের মঞ্চ থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো মেগা চমক দেবেন কি-না, সেই দিকে নজর দলীয় কর্মী সমর্থকদের। সেই উপলক্ষে বীরভূমেও ব্লকে ব্লকে শুরু হয়েছে প্রস্তুতি সভা অনুষ্ঠান। ১৬ জুলাই বীরভূমের ইলামবাজার ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ইলামবাজার বলাকা অনুষ্ঠানভবনে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। প্রথমেই বোলপুর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার নেতৃত্বে একটি মিছিল এলাকা পরিক্রমা করে। উপস্থিত ছিলেন ইলামবাজার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ফজলুর রহমান, জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষ রবি মুর্মু সহ ব্লকের ন’টি গ্রাম পঞ্চায়েতের প্রধান, অঞ্চল সভাপতি, বুথ সভাপতিরা, অগণিত দলীয় কর্মী সমর্থক সহ সাধারণ মানুষজন। এদিন এই একুশে জুলাইকে সামনে রেখে বক্তব্য তুলে ধরেন মন্ত্রী থেকে দলীয় নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *