বীরভূমের সিউড়িতে শ্যামাপ্রসাদ স্মারক সেবা সমিতির দুর্গোৎসব উপলক্ষে খুঁটি পূজার উদ্বোধন

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের সিউড়ী বিজেপি জেলা কার্যালয়ের পাশে ‘বীরভূম শ্যামাপ্রসাদ স্মারক সেবা সমিতির’ পরিচালিত দুর্গাপূজার প্রস্তুতি উপলক্ষে আজ ২৮ জুলাই খুঁটি পুজোর উদ্বোধন হলো। আসন্ন দুর্গাপুজোয় এবার তাদের থিম নির্বাচিত হয়েছে “অপারেশন সিঁন্দুর”।

এই থিম ভাবনায় এলাকার মানুষজন খুব খুশি বলে কমিটির পক্ষ থেকে জানানো হয়। সারা ভারতবর্ষের গর্ব ভারতীয় সেনা, আর এই থিমে সারা ভারতবর্ষ গৌরবের সঙ্গে সম্মানিত, সেই চিত্রই তুলে ধরবে তারা। এদিন খুঁটি পূজার উদ্বোধনে উপস্থিত ছিলেন বীরভূম বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা, দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপকুমার সাহা, বীরভূম শ্যামাপ্রসাদ স্মারক সেবা সমিতির সভাপতি বিশ্বনাথ চক্রবর্তী সহ একাধিক জেলা কার্যকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *