
সনাতন সৌঃ
আজ বিশ্ব আদিবাসী দিবস ও রাখি বন্ধন উৎসব। আদিবাসীদের কল্যাণ সাধনের জন্য বীরভূম গাছ গ্রুপের সদস্যরা বিভিন্ন কর্মসূচি আয়োজন করে। এই কর্মসূচি সফল করতে এদিন বেলা সাড়ে দশটায় সিউড়ি সংলগ্ন আবদারপুর গ্রামে অঙ্গনওয়াড়ী কেন্দ্রে সমবেত হোন এবং এই দিবসের তাৎপর্য্য এবং ভেষজ উদ্ভিদের গুনাগুন বিষয়ে আদিবাসীদের অবহিত করা হয়। এরপর এই কর্মসূচি অঙ্গ হিসাবে তাঁরা আদিবাসী পাড়ায় প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে ভেষজ উদ্ভিদের চারাগাছ বিতরণ করেন এবং বৃক্ষ রোপণও করা হয়। ২৫ ধরনের ভেষজ উদ্ভিদের চারাগাছ আছে,যেমন – হরিতকি, একাঙ্গী, শংকর জটা, আয়পন, বিশল্য করণী, গামার, অর্জুন সহ বিভিন্ন রকমের তুলসী ভেষজ উদ্ভিদ। সেই সঙ্গে প্রত্যেক আদিবাসী ভাইবোনদের হাতে রাখি পড়ানো হয় এবং মিষ্টি মুখ করানো হয়। এই ভেষজ উদ্ভিদের চারাগাছ কিভাবে পরিচর্যা করতে হবে সে বিষয়ে পরামর্শ দেওয়া হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাহিত্য একাডেমীর পুরস্কারপ্রাপ্ত সতীলাল মুর্মু, আইসিডিএস কর্মী মণি মুর্মু, রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত জাতীয় শিক্ষক ডঃ কল্যাণ ভট্টাচার্য্য, শীতল প্রসাদ নাগ, মাধবী নাগ, মৌ চ্যাটার্জী, ভক্তিদাস বর্মণ, তনুশ্রী সিনহা, সুস্মিতা সিনহা প্রমুখ বৃক্ষপ্রেমী ব্যক্তিবর্গ। জানানো হয় যে, যেহেতু ভেষজ উদ্ভিদের এই জ্ঞান মূলতঃ আদিবাসীদের পরম্পরা। সেই আদি জ্ঞানকে সম্মান জানাতে আদিবাসী পল্লীতে এই কর্মসূচি সূচনা করা হল। অদূর ভবিষ্যতে এই নিয়ে এখানে আরও জনমুখী কাজ করা হবে বীরভূম গাছ গ্রুপের পক্ষ থেকে ডঃ কল্যাণ ভট্টাচার্য্য প্রতিবেদককে জানালেন।
