
উত্তম মণ্ডলঃ
রাতভর মনসা পুজো অনুষ্ঠিত হলো রাজনগরে। রাজনগরের বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হয় বাংলার কাঁচা দেবতা বলে পরিচিতা সর্পদেবী দেবী মনসার পূজো। সাধারণত খেটে খাওয়া ব্রাত্যজনের হাতেই পূজিতা হলেন দেবী। সারা বছর ব্যস্ত থাকেন কাজে। পুজোর সময় সবাই জড়ো হন। স্থানীয় ঠাকুরভাসা পুকুর থেকে আসে মায়ের ঘট ভর্তি জল। আসা-যাওয়ার পথে চলে মনসা-মঙ্গল গান। এরপর বেদিতে পৌঁছে রাতভর চলে পুজো। ঢাক-কাঁসর-ঘন্টায় মুখরিত হয় মণ্ডপ। ভিড় জমান এলাকার বিভিন্ন বয়সী মানুষ। পুজোও দেন। ভর আসে ভক্তের শরীরে। অনেকেই ভূত-ভবিষ্যৎ জানতে চান। উত্তর আসে। এভাবেই কেটে যায় রাত। সকালে ঘট বিসর্জন দেওয়া হয় ওই ঠাকুরভাসা পুকুরেই। তারপর দুপুরে চলে জমিয়ে খাওয়া-দাওয়া।