
উত্তম মণ্ডলঃ
শিক্ষক দিবস উপলক্ষে রাজনগর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এলাকার শিক্ষক-শিক্ষিকাদের সম্বর্ধনা দেওয়া হলো আজ দুপুরে। রাজনগর গ্রাম পঞ্চায়েত সভাকক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে হাজির ছিলেন রাজনগর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু, সহ-সভাপতি পরিমল সাহা, গ্রাম পঞ্চায়েত প্রধান সরস্বতী ধীবর, উপ-প্রধান সেখ সেলিম, পঞ্চায়েত এক্সিকিউটিভ এসিটেন্ট সৈয়দ এরশাদুল কবীর, পঞ্চায়েত সদস্য পটল বাগ্দী, সমাজসেবী আদিত্য সাহা, মহ: শরীফ, থেকে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা। অনুষ্ঠানে ড: সর্বপল্লী রাধাকৃষ্ণণের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। সম্বর্ধনা শেষে উপহার তুলে দেওয়া হয় শিক্ষক-শিক্ষিকাদের হাতে।
