
সেখ রিয়াজুদ্দিনঃ
গত ২ আগষ্ট থেকে রাজ্যব্যাপী শুরু হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান শিবির। সেই সাথে দুয়ারে সরকার শিবির ও অনুষ্ঠিত হচ্ছে একই ছাদের তলায়। রাস্তা, অঙ্গনওয়াড়ী রান্না ঘর , পানীয় জলের সমাধান করার আবেদন ওঠে আসে। দুয়ারে সরকার শিবিরে স্বাস্থ্য সাথী,খাদ্য সাথী,জয়জোহার,কন্যাশ্রী,শিক্ষাশ্রী,জাতি শংসাপত্র,লক্ষীর ভান্ডার,বৃদ্ধ ভাতা,বার্ধক্য ভাতা প্রভৃতি জনমুখী প্রকল্পের উপর আবেদনপত্র জমা দিতে দেখা যায়। এলাকার সাধারণ মানুষেরা যেন সহজে হাতের কাছেই আবেদন করতে পারেন সেদিকে লক্ষ্য রেখে প্রতিটি পঞ্চায়েতের তিনটি বুথকে নিয়ে আমাদের পাড়া আমাদের সমাধান ও দুয়ারে সরকার শিবির অনুষ্ঠিত হচ্ছে।এদিন বৃহস্পতিবার খয়রাশোল ব্লকের লোকপুর থানার নওপাড়া আহম্মদীয়া হাই মাদ্রাসা প্রাঙ্গণে শিবিরগুলো অনুষ্ঠিত হয়।এদিনের শিবিরে শ্রমশ্রী প্রকল্পে পরিযায়ী শ্রমিকদের আবেদনপত্র জমা দেওয়ার বেশী ভিড় লক্ষ্য করা যায়।দুয়ারে সরকার পেয়ে হাতের নাগালে নিজ নিজ আবেদনপত্র জমা করতে পেরে স্বভাবতই খুশি গ্রামের খেটেখাওয়া সাধারণ মানুষেরা। এদিন শিবির পরিদর্শনে এসে প্রতিটি টেবিলে ঘুরে ঘুরে কাজকর্ম খতিয়ে দেখেন খয়রাসোল ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক ডক্টর সৌমেন্দু গাঙ্গুলী। এছাড়াও শিবির পরিদর্শনে ছিলেন নাকড়াকোন্দা গ্রাম পঞ্চায়েত প্রধান শ্রাবনী বাগ্দী, উপপ্রধান সেখ লুৎফর রহমান, সদস্য তফেজুল হোসেন, শিক্ষক উজ্জ্বল হক কাদেরী,সমাজসেবী কাঞ্চন দে সহ গ্রামের বহু বিশিষ্ট ব্যাক্তিবর্গ। একান্ত সাক্ষাৎকারে শিবির অনুষ্ঠিত সম্পর্কে বিস্তারিত বিবরণ দেন খয়রাসোল ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক ডক্টর সৌমেন্দু গাঙ্গুলী।