
শম্ভুনাথ সেনঃ
পাথর খাদানে ধ্বস নেমে অন্তত ৬ জন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু। আহত হয়েছে অন্তত ১০ জন শ্রমিক। ঘটনাটি ঘটেছে আজ ১২ সেপ্টেম্বর দুপুরে বীরভূমের নলহাটি থানার বাহাদুরপুর পাথর খাদান এলাকায়। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী হঠাৎ ধ্বসে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ৬ জন শ্রমিকের। গুরুতর আহত হয়েছেন আরও ৫ জন। এমন দুর্ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় নলহাটি থানার পুলিশ। স্থানীয় শ্রমিকদের সহায়তায় শুরু হয় উদ্ধারকাজ। আহতদের রামপুরহাট গভঃ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর জখম দু’জনকে উন্নত চিকিৎসার জন্য বর্ধমানে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, এদিন দুপুরে পাথর খাদান থেকে পাথর তোলার কাজ চলাকালীন আচমকা ধ্বস নামে। মুহূর্তের মধ্যে অন্তত ১১ জন শ্রমিক চাপা পড়ে যান। সেখান থেকে ৬ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
এখনও পাথরের নিচে কেউ চাপা পড়ে আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ প্রশাসনের অনুমান ধ্বসের মধ্যে আরও শ্রমিক আটকে থাকতে পারে। এলাকায় নেমেছে শোকে ছায়া।
