
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের ১৬৭ টি গ্রাম পঞ্চায়েতের পাশাপাশি রয়েছে সিউড়ি, রামপুরহাট, বোলপুর, সাঁইথিয়া, দুবরাজপুর নলহাটি এই ছয়টি পুরসভা। ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত দুবরাজপুর পৌরসভা এবছর ৫০ বছরে পদার্পণ করেছে। এই পুরসভার ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তী উৎসব সাড়ম্বরে অনুষ্ঠিত হবে। আজ ১৭ সেপ্টেম্বর এই উৎসব কমিটির এক প্রস্তুতি সভায় একথা জানিয়েছেন পুরপ্রধান পীযূষ পাণ্ডে। আগামী ১০- ১৬ নভেম্বর ৭ দিন ব্যাপী “মাদৃক সংঘ” সাংস্কৃতিক ময়দানে সুবর্ণ জয়ন্তী উৎসব অনুষ্ঠিত হবে। বাজেট ধরা হয়েছে ১০ লক্ষ টাকা। সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের প্রস্তুতি আলোচনা সভায় এদিন উপস্থিত ছিলেন পুরপ্রধান পীযূষ পাণ্ডে, উপপুরপিতা মির্জা সৌকত আলী, দুবরাজপুর রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ সহ পুরসভার অন্যান্য কাউন্সিলর, পুরকর্মী, ক্লাবের সদস্য এবং স্থানীয় নাগরিকবৃন্দ। সাত দিন ধরে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি আলোচনা সভা, বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান সহ যাত্রাপালা, নাটক, ছৌ নাচ ইত্যাদি নানা বিনোদনমূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। পৌরসভার পথ চলার পঞ্চাশ বছরের ইতিহাস এবং আগামী পরিকল্পনার কথা নিয়ে প্রকাশিত হবে “স্মরণিকা”।পৌরসভার সভাকক্ষে নাগরিক সভায় এদিন বিভিন্ন ওয়ার্ড থেকে নাগরিকরা তাদের সুচিন্তিত মতামত ব্যক্ত করেন। এরই মধ্যে এই উৎসবকে ঘিরে স্কুল পড়ুয়া ছাত্র-ছাত্রী, ক্লাবের কর্মকর্তা যুবসমাজ এবং পুরনাগরিকদের মধ্যে এক আলাদা উদ্দীপনা তৈরি হয়েছে।
