
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের সদর সিউড়িতে একটি বেসরকারি শপিংমল হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় কর্মীদের মাথায় হাত। কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ দেখা দিয়েছে। তাদের অভিযোগ, গত মাসের বেতন এবং পুজোর বোনাসও কর্মীদের দেওয়া হয়নি। ক্ষুব্ধ হয়ে ১১ জন কর্মী শপিংমলের সামনে বিক্ষোভ দেখান। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন সিউড়ি থানার পুলিশ।

এদিকে শপিংমল কর্তৃপক্ষ জানিয়েছে, পার্কিং সুবিধা ও পণ্যের ক্রয়-বিক্রয় কম হওয়ার কারণে ব্যবসায় ক্ষতি হচ্ছে। এছাড়া ছোটো জায়গার কারনে ক্রেতাদের অসুবিধার জন্য তেমন ভাবে খরিদ্দার প্রবেশ করতে পারছেন না। এইসব নানা সমস্যার কথা তারা তুলে ধরেছেন। কর্তৃপক্ষের বক্তব্য অস্থায়ীভাবে কর্মীদের দুবরাজপুরে পাঠানো হবে। পরবর্তীতে সিউড়িতে পুনরায় স্থান তৈরি করে শপিংমল চালু করা হবে এবং কর্মীদের পুনঃনিয়োগ করা হবে। কর্মীদের অভিযোগ, হঠাৎ বন্ধ হওয়ার কারণে তাদের জীবিকায় টান পড়েছে। পুজোর আনন্দও ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের আশা শীঘ্রই সমস্যার সমাধান হবে। বেতন ও বোনাস সময়মতো প্রদান করা হবে।
