
সেখ রিয়াজুদ্দিনঃ
দীর্ঘদিন ধরে রাজ্যে বন্ধ রয়েছে ১০০ দিনের কাজ। গ্রামীণ এলাকায় সম্পদ তৈরি ও রোজগারের জন্য কেন্দ্রীয় সরকারের প্রকল্প চালু হয় এম জি এন আর জি এ অর্থাৎ মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল গ্যারান্টি অ্যাক্ট। দীর্ঘ কয়েক বছর যাবত কেন্দ্র রাজ্য সংঘাতের জেরে বঞ্চিত পশ্চিম বাংলা। এনিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে লাগাতার আন্দোলন কর্মসূচি সংগঠিত হয়। রাজ্যের বকেয়া টাকা মেটানোর দাবিতে।

উল্লেখ্য উক্ত কাজ পাওয়ার জন্য পরিবার ভিত্তিক দেওয়া হয়েছিল জবকার্ড। সরকারি নির্দেশে সোমবার থেকে জবকার্ড হোল্ডারদের ই কে ওয়াই সি অর্থাৎ আধার সংযুক্তি প্রক্রিয়া শুরু হয়েছে। সেরূপ ১৩ অক্টোবর থেকে খয়রাসোল ব্লকের লোকপুর পঞ্চায়েতের পক্ষ থেকেও শুরু হয়েছে শিবির। জবকার্ড হোল্ডারদের লাইন দিয়ে পরিবার ভিত্তিক আধার সংযুক্তি প্রক্রিয়াকরণের চিত্র দেখা যায়। একান্ত সাক্ষাৎকারে ই কে ওয়াই সি শিবির সম্পর্কে বিস্তারিত বিবরণ দেন লোকপুর পঞ্চায়েতের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট সুজিত পাল।