রাজনগরের অন্যতম প্রাচীন চার ইয়ারের মাজার: আজও ভক্তরা আসেন মাজার দর্শনে

মহঃ সফিউল আলমঃ

রাজনগরের অন্যতম একটি প্রাচীন মাজার হলো চার ইয়ারের মাজার৷ যাঁরা এবিষয়ে জানেন তাঁরা অনেকে আসেন মাজার দর্শনে৷ কিন্তু একথা বললে অত্যুক্তি হয় না যে, এটি আজও অনেকের কাছে অজানা অচেনা৷ এটি রাজনগর ব্লক ও গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দিঘিআগাল গ্রামের কাছে অবস্থিত৷ ছোট কাঠে পোড়া ইট ও ধ্বংসাবশেষ দেখে অনুমান করা যেতে পারে কয়েক শত বছরের প্রাচীন এটি৷ একাধিক সবুজ গাছপালাও চোখে পড়ে৷ চার ইয়ারের অর্থ চার বন্ধু৷ এখানে চারটি কবর পর পর চোখে পড়ে৷ এই চার সুফী সাধক পরস্পর বন্ধু ছিলেন বলে মনে করা হয়৷ পরে এক সময় এই স্থানে তাঁদের মাজার গড়ে তোলেন তাঁদের ভক্ত অনুরাগীরা৷ ভক্তরা বছরের বিভিন্ন সময়ে অনেকেই আসেন প্রাচীন চার ইয়ারের এই মাজার দর্শনে৷ কেউ কেউ চাদর, সিন্নি চড়ান তথা মানতও করেন৷ এমনটাই জানান স্থানীয় বাসিন্দা ও ভক্তবৃন্দ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *