১৩-১৫ জুলাই তিন দিনের বীরভূম সফরে ঘুরে গেলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী মন্ত্রী ডঃ রাজকুমার রঞ্জন সিং

শম্ভুনাথ সেনঃ

প্রতিটি লোকসভা কেন্দ্রে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে তিনদিন করে প্রবাসে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে দল। সেই সূত্রে বিজেপির দলীয় সাংগঠনিক প্রচার এবং সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ কর্মসূচীতে ১৩-১৫ জুলাই বীরভূম জেলা সফরে এসেছিলেন ভারত সরকারের বিদেশ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডঃ রাজকুমার রঞ্জন সিং। তিন দিন ধরে তিনি দলীয় সাংগঠনিক প্রচারে বীরভূম লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় জনসংযোগ করেন। বীরভূম লোকসভা কেন্দ্রের সাঁইথিয়া, সিউড়ী, রামপুরহাট, দুবরাজপুর এমন সব বিধানসভা এলাকায় বিজেপি পরিবারের লোকদের সঙ্গে তিনি যেমন দেখা করেন, তেমনি কথা বলেন সাধারণ মানুষের সঙ্গে। সঙ্গে ছিলেন মন্ত্রীর সহধর্মিনী সহ বিজেপির বীরভূম জেলা সভাপতি ধ্রুব সাহা, বীরভূমের একমাত্র বিজেপি বিধায়ক অনুপ কুমার সাহা এবং দলীয় নেতৃবৃন্দ। ১৪ জুলাই দুবরাজপুর ব্লকের যশপুর জুনিয়র গার্লস হাইস্কুল তিনি ঘুরে দেখেন। এখানে ৪৫৭ জন ছাত্রী থাকলেও শিক্ষক নেই। স্থানীয় শিক্ষিত যুবক-যুবতীরা বিনা পারিশ্রমিকে শিক্ষাদান কার্যে ব্রতী আছেন। তাঁদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। পাঠরত ছাত্র-ছাত্রীদের ক্লাসরুমে যান। কথা বলেন মিড ডে মিলের স্বনির্ভর গোষ্ঠীর মায়েদের সঙ্গে। এদিন ব্লকের কুখুটিয়া, বুন্দবুদরা গ্রাম পরিক্রমার পর দুপুরে মধ্যাহ্ন ভোজন করেন পণ্ডিতপুর গ্রামে খোকন ডোমের বাড়িতে। ১৩ জুলাই সকালে সিউড়িতে চাইপে চর্চায় যোগ দিয়ে দলীয় বৈঠকে অংশ নেন। পথ চলতি সাধারণ মানুষের সঙ্গে তিনি কথা বলেন। পরে তিনি চলে যান তীর্থক্ষেত্র তারাপীঠে। সেখানে তিনি নিজে হাতে মাতারার পুজো দেন। সফরের শেষ দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আত্মনির্ভর ভারত গড়ার স্বপ্ন পূরণে “আজাদী কা অমৃত মহোৎসব” উপলক্ষে সাঁইথিয়াতে এক পদযাত্রায় অংশ নেন কেন্দ্রের এই প্রতিমন্ত্রী রাজকুমার রঞ্জন সিং। সাঁইথিয়া এলাকার বহু মানুষ এদিন মন্ত্রীর সঙ্গে পদযাত্রায় পা মেলান। দুপুরে সিউড়ীতে মধ্যাহ্ন ভোজনের পর দলীয় বৈঠকে মিলিত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *