বীরভূমি সাহিত্য উৎসব কীর্ণাহারে

সনাতন সৌঃ

কীর্ণাহার কল্পতরু সংস্কৃতি সমিতি ও SOAR সহযোগিতায় কীর্ণাহার লক্ষ্মীতলা সভাগৃহে অনুষ্ঠিত হলো বীরভূমি সাহিত্য উৎসব। বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমান ও বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে কবি সাহিত্যিক, লেখক, শিল্পী ও কলাকুশলীরা এই সাহিত্য উৎসবে যোগ দেন। প্রদীপ প্রজ্জ্বলনের পর উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করা হয়। যে সমস্ত কবি সাহিত্যিক প্রয়াত হয়েছেন তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর কবিতা পাঠ ও সাহিত্য আলোচনা করা হয়। বীরভূমি’র পক্ষ থেকে বিশিষ্ট লেখক ও গবেষক ডঃ আদিত্য মুখোপাধ্যায় এবং সাঁইথিয়া ওয়েক আপ নাট্য দলকে সম্মাননা ও সংবর্ধনা জানানো হয়। তারপর গুণীজনেরা বক্তব্য রাখেন। বীরভূমি পত্রিকা উন্মোচন করা হয়। ‘বীরভূমি’ পত্রিকার পক্ষ থেকে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত শিক্ষক ও নাট্য অভিনেতা অরুণ রায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম সাহিত্য পরিষদের সম্পাদক সরোজ কর্মকার, চাঁদ রায়, অসীম ব্যানার্জি, শিক্ষাবিদ সরোজ দত্ত, সুনীল পাল, শিক্ষারত্ন পুরস্কারপ্রাপ্ত শিক্ষক কাঞ্চন ব্যানার্জি, সন্দীপন দত্ত, অসিকার রহমান, বিকাশ পাল সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *