
শম্ভুনাথ সেনঃ
বীরভূম জেলা জুড়ে আজ ৯ ডিসেম্বর তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন “আইএনটিটিইউসি’র” প্রতিষ্ঠা দিবস নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়। সিউড়ি, বোলপুর, রামপুরহাট, দুবরাজপুর, মুরারই ইলামবাজার এমন বিভিন্ন ব্লকে আইএনটিটিইউসির নেতৃত্ব এবং দলীয় সমর্থকরা সাড়ম্বরে উদযাপন করে আঠাশ তম প্রতিষ্ঠা দিবস। ইলামবাজার ব্লকে বেলা নটা নাগাদ তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে একটি পদযাত্রা বের হয়। দলীয় কার্যালয় থেকে এবং গোটা বাজার পরিক্রমা করে এসে আবার শ্রমিক সংগঠনের সামনে এসে শেষ হয়। উপস্থিত ছিলেন ইলামবাজার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ফজলুর রহমান ও ইলামবাজার পঞ্চায়েত সমিতির সহসভাপতি দুলালচন্দ্র রায় এবং অঞ্চল ও বুথ স্তরের বিভিন্ন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। শ্রমিক সংগঠনের প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে বিভিন্ন বক্তা আগামী দিনের লক্ষ্য পরিকল্পনার কথা তুলে ধরেন বক্তব্যে।
মুরারই এক নম্বর ব্লকের তৃণমূল শ্রমিক সংগঠনেরপক্ষ থেকে আইএনটিটিইউসি’র প্রতিষ্ঠা দিবস উদযাপন করে। প্রতিষ্ঠা দিবসকে স্মরণীয় করতে মুরারই হসপিটালে রোগীদেরকে ফল এবং বাচ্চাদের পুতুল বিতরণ করা হলো। এদিন উপস্থিত ছিলেন মুরারই এক নম্বর ব্লকের তৃণমূল পার্টির ব্লক সভাপতি বিনয় কুমার ঘোষ এবং আইনটিটিউসির ব্লক সভাপতি আখতারুজ্জামান ও দলের সহ-সভাপতি আশরাফ আলী প্রমুখ।

