মানব কল্যাণের লক্ষ্যে এগিয়ে চলেছে বীরভূমের বক্রেশ্বর বাণপ্রস্থ আশ্রম

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের দুবরাজপুর ব্লকের বক্রেশ্বর বাণপ্রস্থ আশ্রমে, একটি স্বেচ্ছাসেবী সংস্থা “শ্রী উত্তম গিরি ফাউন্ডেশন” এর উদ্যোগে ২৪ জুলাই বিনামূল্যে চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়। সিউড়ি সদর হাসপাতালের জেনারেল সার্জেন ডাঃ বিশ্বনাথ আচার্য এই চিকিৎসা পরিষেবা দেন। এলাকার ৪০ জন অসুস্থ মানুষ এই চিকিৎসা পরিষেবা গ্রহণ করে। সেই সঙ্গে তাদেরকে যতটা সম্ভব বিনামূলে ওষুধও দেওয়া হয়। এই তথ্য জানিয়েছেন সংস্থার সভাপতি দুর্গেশ গিরি মহারাজ। উল্লেখ্য, মানব কল্যাণের লক্ষ্যে ২০১৬ সালে বক্রেশ্বরে এই “বাণপ্রস্থ” আশ্রম গড়ে ওঠে। আশ্রমের পক্ষ থেকে বেশ ক’বছর ধরে “অন্ন সেবা” প্রকল্পে স্থানীয় দুঃস্থ, সহায় সম্বলহীন অন্তত ১৫ জন মানুষকে দৈনিক রান্না করা খাবার তাদের বাড়িতে পৌঁছে দেওয়া হয়। ২০২১ সালের আগস্ট মাস থেকে এই আশ্রমে প্রতি মাসে দু বার ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। শিশুদের জন্য গড়ে উঠেছে কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা। উপকৃত হচ্ছেন এলাকার মানুষজন। সত্যিই এই আশ্রমের উদ্যোগ প্রশংসার দাবী রাখে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *