
শম্ভুনাথ সেনঃ
স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে “উজ্জ্বল ভারত উজ্জ্বল ভবিষ্যৎ” এর লক্ষ্যে অনুষ্ঠিত হয় “বিদ্যুৎ মহোৎসব”। বীরভূমের জেলা সদর সিউড়ির কেন্দ্রীয় বিদ্যালয়ে আজ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে এই মহোৎসব পালিত হয়। উপস্থিত ছিলেন বক্রেশ্বর তাপবিদ্যুৎ প্রকল্পের ডেপুটি জেনারেল ম্যানেজার দীপাঞ্জন দাশগুপ্ত, সিউড়ি সদর হাসপাতালের চিকিৎসক ডাঃ শৈবাল মজুমদার, নেহেরু যুব কেন্দ্রের জেলা প্রকল্প আধিকারিক রায়া দাস, কেন্দ্রীয় বিদ্যালয়ের অধ্যক্ষ সহ বিশিষ্ট মানুষজন। ভারতের স্বাধীনতার শতবর্ষে আগামী ২০৪৭ সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদনে যাতে ভারতবর্ষ আত্মনির্ভর হতে পারে সেই লক্ষ্যেই পথচলা শুরু হয়েছে। অনুষ্ঠানের শুরুতে সে কথাই তুলে ধরেন আহবায়ক দামোদর ভ্যালি কর্পোরেশনের ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার সুব্রত সাঁতরা। এদিন বিদ্যুৎ উপভোক্তাদের অধিকার, বিদ্যুতের সুনির্দিষ্ট ব্যবহার এবং অপচয় রোধ এমন বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করেন বক্তারা। পরিবেশিত হয় সংগীত ও নাটক। অনুষ্ঠান শেষে বিদ্যুতের উপযোগিতা এবং বিদ্যুৎ প্রকল্পের বিষয় ভাবনা নিয়ে পাঁচটি তথ্যচিত্র প্রদর্শিত হয়।

