বিনা খরচে চিকিৎসা পরিষেবা শিবির ময়ূরেশ্বর ১ নং ব্লকের দক্ষিণগ্রামে

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের প্রত্যন্ত এলাকার দুঃস্থ গ্রামীণ মানুষজনকে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে এগিয়ে এসেছে দুর্গাপুর শ্রীরামকৃষ্ণ ইনস্টিটিউট অফ মেডিকেল সাইন্স অ্যাণ্ড সনকা হসপিটাল। এই সংস্থার সহযোগিতায় জেলার ময়ূরেশ্বর ১ নং ব্লকের ব্লকের দক্ষিণগ্রামে আমরা ক’জন সংঘের ব্যবস্থাপনায় দক্ষিণগ্রাম জগত্তারিণী উচ্চ বিদ্যালয়ে আজ ৩১ জুলাই বিনামূল্যে এক চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়। ব্লাড প্রেসার, সুগার, ইসিজি সহ সাধারণ চিকিৎসা পরিষেবা এলাকার অন্তত ২০০ জন মানুষ এই শিবিরে চিকিৎসা নেন। সেই সঙ্গে তাদের চিকিৎসা সম্পর্কীয় নানা পরামর্শ দেওয়া হয়। জটিল রোগগ্রস্ত রোগীদের যাতে “স্বাস্থ্য সাথী” কার্ডে হসপিটালে চিকিৎসা ও অপারেশনের সুযোগ পায় তার ব্যবস্থা করা হবে বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে ক্লাব সদস্য সন্তু রুজ জানান। এদিন এই চিকিৎসা পরিষেবা পেয়ে এলাকার মানুষ খুশি ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *