শম্ভুনাথ সেনঃ
আজ ৯ অগাষ্ট দেশজুড়ে উদযাপিত হচ্ছে মহরম। মুসলিম ধর্মাবলম্বী মানুষজনদের কাছে একটি শোকের উৎসব। বীরভূমের ইলামবাজার ব্লকের জয়দেব-কেন্দুলি একটি ঐতিহাসিক এবং ধর্মীয় পীঠস্থান। সন্নিহিত মুসলিম গ্রামগুলি থেকে মহরমের শোভাযাত্রা আসে জয়দেব কেন্দুলীতে। ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষজন এই শোভাযাত্রা দেখতে ভিড় জমায়। পরে জয়দেব মন্দিরের ঠিক উল্টো দিকে পুলিশ ফাঁড়ির সামনে শুরু হয় মহরমের লাঠি খেলা। প্রায় এক ঘণ্টা ধরে এই লাঠি খেলা দেখতে ভিড় উপচে পড়ে।