দুবরাজপুরের ইসলামপুরে মহরম উৎসব

শম্ভুনাথ সেন ও সেখ ওলি মহম্মদঃ

এ বছর রীতি মেনেই দুবরাজপুরের ইসলামপুরে ৯ অগাষ্ট পালন করা হল মহরম উৎসব। দু’বছর ধরে করোনা ভাইরাসের জন্য মহরম উৎসব বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল প্রশাসনের পক্ষ থেকে। তাই এবছর বীরভূমের অন্যতম পুরশহর দুবরাজপুরের ইসলামপুরে থেকে মহরম উপলক্ষ্যে ১৮ টি তাজিয়া বের হল দুবরাজপুর শহরে এবং তাজিয়াগুলো ইসলামপুর থেকে বের হয়ে দুবরাজপুর সানাই লজ সংলগ্ন গড়দরজা আস্তানায় পৌঁছায়। তারপর সেখান থেকে বেরিয়ে গোটা দুবরাজপুর শহর পরিক্রমা করে পুনরায় ফিরে আসে ইসলামপুরে। শোভাযাত্রায় ছিল উপচে পড়া ভিড়। মহরম উপলক্ষে এদিন হাতে ইসলামিক ঝাণ্ডা নিয়ে এবং পাঞ্জাবি ও মাথায় পাগড়ি পরে লাইন দিয়ে তাজিয়ার অগ্রভাগে থেকে পরিক্রমা করেন ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা। অপ্রীতিকর ঘটনা এড়াতে ছিল কড়া পুলিশি নজরদারি। এদিন দুবরাজপুরের ইসলামপুর সদর মসজিদের পেশ ইমাম আনোয়ার হোসেন জানান, হজরত সৈয়দ ইমাম হোসেনকে কারবালার মরু প্রান্তরে চক্রান্ত করে এজিদ বাহিনী হত্যা করেছিল। তাই সেই দিনটাকে স্মরণ করে আমরা মহরম পালন করি। তাছাড়াও প্রশাসনের নির্দেশ মতোই আমরা মহরম পালন করছি। এছাড়া শান্তি শৃঙ্খলা বজায় রেখেই পালন করা হচ্ছে আজকের দিনটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *