অনুব্রত মণ্ডলের গ্রেফতারের পর ঢাক, নকুলদানা ও গুড় বাতাসা নিয়ে মিছিল

দীপককুমার দাসঃ

গরু পাচার মামলায় আজ সকাল ১১টায় বোলপুরের নীচুপট্টির নিজের বাড়ি থেকে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই। দশবার গরু পাচার মামলায় সিবিআই তলব করলেও বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল যাননি। আজ সকালে কেন্দ্রীয় বাহিনী নিয়ে তৃণমূলের এই দাপুটে নেতাকে গ্রেফতার করে সিবিআই। কখনো পুলিশকে বোম মারার কথা, কখনো চড়াম চড়াম ঢাক বাজানো, কখনো গুড় বাতাসা, নকুল দানা বিলির নিদান দিয়ে বির্তক তৈরি করেন। আজ বীরভূমের তৃণমূলের দাপুটে নেতা গ্রেফতার হতেই উজ্জীবিত হয়ে পড়েন বিজেপি ও বামেরা। বৃহস্পতিবার ১১ অগাষ্ট বিকেল ছটা নাগাদ মহম্মদবাজারের আঙ্গারগড়িয়া অঞ্চল বিজেপি পার্টি অফিস ঢাক নিয়ে মিছিল বের করে বিজেপির পক্ষ থেকে। বিলি করা হয় নকুল দানা ও গুড় বাতাসা। পাশাপাশি এদিন আঙ্গারগড়িয়া বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকার দোকানদার ও পথ চলতি মানুষদের রাখি পড়ানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *