সেখ রিয়াজুদ্দিনঃ
সম্প্রতি অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করা হয় গরুপাচার মামলায়। এরপরই বীরভূমে ফের ভোট পরবর্তী হিংসা মামলায় সক্রিয় হয়ে ওঠে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। বীরভূমের কঙ্কালীতলা পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে শনিবার তল্লাশি অভিযান চালিয়ে তিন জনকে গ্রেফতার করে সিবিআই। সেই সাথে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয় আরো ৩ জনকে। উল্লেখ্য ভোট পরবর্তী হিংসা মামলার তদন্তভার রয়েছে সিবিআই-এর হাতে, যার ফলে দীর্ঘ দিন ধরে তারা তদন্ত করছিলেন। শনিবার হঠাৎ করে একপ্রকার বীরভূম জুড়ে তল্লাশি অভিযান শুরু করেন।গত ২০২১-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল বিপুল ভোটে জয়ী হওয়ার পর বিভিন্ন জেলায় বিজেপি কর্মীদের উপর হিংসা চালানো হয় বলে অভিযোগ বিজেপির। এমনকি হামলার আতঙ্কে বহু বিজেপি কর্মী বাড়ি ছাড়া হন বলেও দাবি করা হয়। পরবর্তীতে মানবাধিকার কমিশনের রিপোর্টের ভিত্তিতে গুরুতর অভিযোগগুলি খতিয়ে দেখার দায়িত্বভার আদালত তুলে দেন সিবিআই এর হাতে। পঞ্চানন খা, বাদল শর্মা ও তীর্থনাথ হাজরা এই তিনজনকে ভোট-পরবর্তী হিংসার ঘটনায় তলব করেছিলেন সিবিআই। উক্ত তিনজনেই তৃণমূল কর্মী সমর্থক বলে পরিচিত। ভোট পরবর্তীতে বোলপুরের উত্তরনারায়ণপুরে এক বিজেপি পরিবারকে আক্রমনের সাথে যুক্ত বলে তিনজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। শনিবার ভোট পরবর্তী হিংসা মামলায় বীরভূমের কঙ্কালীতলায় তল্লাশি অভিযান চালিয়ে সিবিআই – ৩ জনকে গ্রেফতার করে এবং আরোও কয়েক জনের খোঁজ চালাচ্ছে বলে সিবিআই সূত্রে খবর।