শম্ভুনাথ সেনঃ
বীরভূমের ময়ূরেশ্বর ১ নম্বর ব্লকের দক্ষিণগ্রাম গ্রাম পঞ্চায়েতের “দক্ষিণগ্রাম কৈলাশপতি আশ্রমে” আজ ১২ ভাদ্র উদযাপিত হচ্ছে উমাশশী মায়ের তিরোধান দিবস। উল্লেখ্য, ১৩৭৭ বঙ্গাব্দের এমন এক ১২ ভাদ্র মা উমাশশী দেবী কৈলাসপতি লোকে গমন করেন। তিনি পতিতপাবন শ্রী শ্রী গোসাঞীচাঁদের লীলা সঙ্গী ও ধর্মপত্নী ছিলেন। প্রতি বছর এই দিনটি মায়ের স্মরণে পালিত হয়। ভক্ত শিষ্যদের সমাগমে উমা-গোসাঞী চাঁদের জয় ধ্বনিতে মুখরিত হয় দক্ষিণগ্রাম কৈলাসপতি আশ্রমের আকাশ বাতাস। সে কথাই জানিয়েছেন এক ভক্ত সর্বেশ্বর মণ্ডল। জেলার বিভিন্ন প্রান্ত থেকে এই মহোৎসবে যোগদান করে অগণিত ভক্ত পুণ্যার্থীরা। সকাল থেকেই শুরু হয়েছে কৈলাসপতি বন্দনা, পূজা হোম ও আরতি ও নাম সংকীর্তন। দুপুরে ভক্ত সেবার আয়োজন রয়েছে।