বীরভূমের দুবরাজপুর রামকৃষ্ণ আশ্রমের আয়োজনে এবার ৫৯ তম ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত খেলা আজ শেষ হল

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের দুবরাজপুর শ্রীশ্রী রামকৃষ্ণ আশ্রমের আয়োজনে আজ ৫৯ তম “শ্রীশ্রী ঠাকুর সত্যানন্দ শীল্ড টুর্নামেন্টের” চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। টান-টান উত্তেজনা, ফুটবলপ্রেমীদের উৎসাহ আর উদ্দীপনায় দুবরাজপুর সারদা ফুটবল ময়দান এ দর্শক আসন ছিল পরিপূর্ণ। দুবরাজপুর পুরশহর, স্থানীয় গ্রাম এলাকার অন্ততঃ ১০,০০০ ফুটবলপ্রেমী দর্শকদের উপস্থিতিতে প্রতিযোগিতা ছিল জমজমাট।এবারের এই ৫৯ তম প্রতিযোগিতায় ঝাড়খণ্ডের “নিরসা জন বিকাশ ক্লাব”এর সঙ্গে ফুটবল লড়াইয়ে মুখোমুখি হয় “দুর্গাপুরের ইয়াং বেঙ্গল”। উল্লেখ্য, রাজ্য ও ভিন রাজ্যের ৮টি দল নিয়ে এই প্রতিযোগিতা শুরু হয় গত ২২ আগস্ট। এদিন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বরানগর শ্রীশ্রী রামকৃষ্ণ আশ্রমের সভাপতি স্বামী গৌড়ানন্দ মহারাজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এই আশ্রমের সাধারণ সম্পাদক স্বামী সারদাত্মানন্দ মহারাজ। গৌরবময় অতিথি রূপে উপস্থিত ছিলেন ভারতীয় দলের দুই প্রাক্তন খেলোয়াড় কার্তিক শেঠ ও মৃদুল ব্যানার্জি। উপস্থিত ছিলেন স্থানীয় পুরপ্রধান পীযূষ পান্ডে সহ দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্যশিবানন্দ ও অন্যান্য মহারাজরা। এদিন ২-০ গোলে ঝাড়খন্ডের নিরশা জন বিকাশ ক্লাব কে হারিয়ে দুর্গাপুর ইয়ং বেঙ্গল ক্লাব “সত্যানন্দ ট্রফি” জিতে নেয়। এদিন বিজয়ীদের হাতে ট্রফি সহ নগদ ১৫ হাজার টাকা দেওয়া হয়। বিজেতাদের দেওয়া হয় ট্রফি সহ নগদ ১০ হাজার টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *