বীরভূম জেলা স্কুল পরিদর্শকের নিকট গণডেপুটেশন ও অবস্থান বিক্ষোভ, সিউড়িতে

সেখ রিয়াজুদ্দিনঃ

অল ওয়েস্ট বেঙ্গল আইসিটি স্কুল কো-অর্ডিনেটর ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের ডাকে সোমবার একযোগে রাজ্যব্যাপী তাদের বিভিন্ন দাবি আদায়ের পরিপ্রেক্ষিতে রাস্তায় নামে। রাজ্যের পাশাপাশি বীরভূম জেলা সংগঠনের পক্ষ থেকেও জেলা স্কুল পরিদর্শকের নিকট ডেপুটেশন ও অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। স্কুলে কম্পিউটার শিক্ষক ও শিক্ষিকাদের দীর্ঘদিন ধরে সরকারের বঞ্চনার প্রতিবাদেই মূলত আজকের ডেপুটেশন ও অবস্থান বিক্ষোভ প্রদর্শন বলে সংগঠনের দাবি। এদিন ছয় দফা দাবি সম্বলিত স্মারকলিপি জেলা স্কুল পরিদর্শকের নিকট প্রদান করা হয়। মূল দাবির মধ্যে ছিল “উপযুক্ত বেতন কাঠামো সহ বেতন বৃদ্ধি করার।” অবস্থান বিক্ষোভ ও ডেপুটেশন প্রদানে নেতৃত্ব দেন সংগঠনের জেলা কমিটির পক্ষে অর্পণ রায়, শিপ্রা রায়, তরুণ দেবনাথ সহ অন্যান্য কম্পিউটার শিক্ষক-শিক্ষিকাগন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *