মহঃ সফিউল আলমঃ
হেল্প এজ ইন্ডিয়া, রাজনগর শাখা ও একেআই ফাউন্ডেশন, সিউড়ি বীরভূমের যৌথ উদ্যোগে এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ-এর আর্থিক সহায়তায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি অপারেশন শিবিরের আয়োজন করা হয় রাজনগরে৷ ১৬ সেপ্টেম্বর রাজনগর বাসস্ট্যান্ডে হেল্প এজ ইন্ডিয়ার অফিসে উক্ত শিবিরের আয়োজন ছিল৷ হেল্প এজ ইন্ডিয়ার রাজনগর শাখার আলম্বনা প্রজেক্টের প্রজেক্ট কো অর্ডিনেটর প্রভাকর মন্ডল জানান, রাজনগর ব্লকের অন্তর্গত রাজনগর অঞ্চলের বড়বাজার, ছোটবাজার, বহিলাপাড়া, নাকাশ, আড়ালী, খোদাইবাগ প্রভৃতি গ্রামের ৫৫ বছরের উর্ধে বয়স এমন বয়স্ক স্বনির্ভর দলের সদস্য সদস্যারা এবং তাঁদের অনুরোধে স্থানীয় কিছু বয়স্ক মানুষ এদিন উক্ত শিবিরে চক্ষু পরীক্ষা করান৷ আয়োজকদের সূত্রে জানা গিয়েছে, রাজনগর ব্লকের রাজনগর, গাংমুড়ি-জয়পুর ও তাঁতিপাড়া অঞ্চলের গ্রামগুলিতে এই ধরণের শিবির পরিচালিত হচ্ছে৷ ইতিমধ্যে ৬টি শিবির করা হয়েছে৷ আরও ৬টি শিবির হবে৷ মোট ১৮০ জনের ছানি অপারেশন করার লক্ষ্যমাত্রা ধার্য্য হয়৷ ইতিমধ্যে ৩৩ জনের অপারেশন করা হয়েছে৷ আজ রাজনগরের পর বান্দিগ্রামে এই ধরণের শিবির আয়োজিত হয়৷ একেআই ফাউন্ডেশনের পক্ষে একজন চক্ষু বিশেষজ্ঞর নেতৃত্বে মেডিক্যাল টিম হাজির ছিল৷ এমন মানবিক উদ্যোগ ও শুভ প্রয়াস গ্রহণ করার জন্য উদ্যোক্তা, আয়োজক ও ব্যবস্থাপকদের ধন্যবাদ জানান এলাকাবাসী৷