শম্ভুনাথ সেনঃ
আজ ৩০ ভাদ্র ঠাকুর শ্রী শ্রী অনুকূলচন্দ্রের ১৩৫ তম জন্মদিন। আজ তাঁর জন্মদিনটি নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে বীরভূমের সদর সিউড়ি সংলগ্ন কড়িধ্যা সৎসঙ্গ ঠাকুরবাড়িতে যথাযোগ্য শ্রদ্ধায় উদযাপিত হয়। সকাল থেকেই সানাই, উষাকীর্তন, সমবেত প্রার্থনা সহ ঠাকুরের কাছে ভোগ নিবেদন করা হয়। “বন্দে পুরুষোত্তম” ধ্বনিতে মুখরিত হয় আশ্রমের আকাশ-বাতাস। আলোচিত হয় ঠাকুরের জীবন দর্শন। অনুষ্ঠিত হয় সংগীতাঞ্জলি ও গীতিনাট্য। দুপুরে ভক্ত-শিষ্যরা একসঙ্গে গ্রহণ করেন মহাপ্রসাদ। উল্লেখ্য, শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ছিলেন সনাতন ধর্মের একজন আধ্যাত্মিক পুরুষ। ১২৯৫ বঙ্গাব্দের এমন এক ৩০ ভাদ্র তালনবমী তিথিতে বর্তমান বাংলাদেশের পাবনা জেলার অদূরে পদ্মানদীর তীরবর্তী হিমাইতপুরে তিনি জন্মগ্রহণ করেন। পিতা শিবচন্দ্র ছিলেন নিষ্ঠাবান ব্রাহ্মণ। তার জননী মনোমোহিনী দেবী ছিলেন একজন স্বতীসাধ্বী রমনী। শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্র মায়ের কাছেই দীক্ষা গ্রহণ করেন। আজ ঠাকুরের ১৩৫ তম জন্মদিনটি দুবরাজপুর সৎসঙ্গ আশ্রমেও নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয়।