সেখ রিয়াজুদ্দিনঃ
কেন্দ্রীয় সরকারের ভ্রান্ত শিক্ষানীতি, শিক্ষায় বাণিজ্যকরণ তথা বেসরকারীকরণ, মিডডে মিলে বরাদ্দ বৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি’র প্রতিবাদে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের শিক্ষক সংগঠনের পক্ষ থেকে বোলপুর শহর জুড়ে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয় রবিবার। বোলপুর রেল স্টেশন থেকে মিছিল শুরু করে শহর পরিক্রমা করা হয়। এদিন মিছিলে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষক সংগঠনের পক্ষে প্রলয় নায়েক, অরিন্দম ঘোষ, মনীষা বন্দ্যোপাধ্যায়, বুদ্ধদেব মুর্মু। সেই সাথে উপস্থিত ছিলেন সিউড়ি বিধানসভার বিধায়ক তথা বীরভূম জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায়চৌধুরী, নানুর বিধানসভার বিধায়ক বিধানচন্দ্র মাঝি, বোলপুর কেন্দ্রের সাংসদ অসিত মাল সহ অন্যান্য নেতৃত্ব।