
উত্তম মণ্ডলঃ
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতো ২০২২ সালের জন্য রাজনগর ব্লকের চন্দ্রপুর থানার অন্তর্গত বিভিন্ন দুর্গাপুজো কমিটিগুলোকে প্রদান করা হলো চেক। সৌজন্যে-বীরভূম জেলা পুলিশ। উপস্থিত ছিলেন রাজনগর বিডিও শুভদীপ পালিত, রাজনগর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু, চন্দ্রপুর থানার ওসি কস্তুরী মুখোপাধ্যায়, রাজনগর পাওয়ার হাউস স্টেশন ম্যানেজার বিশ্বজিৎ নন্দী, সমাজসেবী সৌমিত্র সিংহ, তাঁতিপাড়া গ্রাম পঞ্চায়েত প্রধান মলয় রায়, চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত প্রধান নিবেদিতা সাহা, রাজনগর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ বলদেব বাস্কি, সমাজসেবী বিদ্যুৎ ব্যানার্জী, কৌশিক মণ্ডল, রাজিব পালসহ বিভিন্ন বিশিষ্টজনেরা। এবার ৬০ হাজার টাকা ঘোষণা করা হয়েছে। চেক পেয়ে স্বভাবতই খুশি পুজো উদ্যোক্তারা।