সেখ ওলি মহম্মদঃ
কর্মীরা কাজ করে এবং চলে যায়। কিন্তু কতটা কাজ হল বা আদৌ কোনো কাজ হল কিনা সুপারভাইজাররা সেটা দেখে নেন। কিন্তু কাজ সঠিকভাবে হচ্ছে কিনা, মানুষজন পচনশীল এবং অপচনশীল দ্রব্য সঠিক জায়গায় ফেলছেন কিনা তা খতিয়ে দেখতে পরিদর্শনে এলেন খোদ কাউন্সিলার। এমনই চিত্র ধরা পড়ল বীরভূম জেলার দুবরাজপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিমপাড়ায়। এদিন সকালে এই ওয়ার্ডের কাউন্সিলার সেখ নাজির উদ্দিন নির্মল সাথীদের কাজ কেমন চলছে তা পরিদর্শন করলেন এবং বর্তমানে যেভাবে ডেঙ্গির প্রকোপ দেখা যাচ্ছে সেই থেকে বাঁচার জন্য কি কি করণীয় তা ওয়ার্ডের বাসিন্দাদের পুঙ্খানুপুঙ্খ ভাবে বোঝালেন। আজ তিনি প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে বাসিন্দাদের বোঝান যে দুটি বালতি পৌরসভার পক্ষ থেকে দেওয়া হয়েছে সেই বালতি দুটিতে পচনশীল এবং অপচনশীল দ্রব্য রাখতে হবে এবং যখন পৌরসভার গাড়ি আসবে তখন সেগুলোতে দিয়ে দেওয়া। পাশাপাশি কোনো জায়গায় বর্ষার জমা জল জমতে দেবেন না। কয়েক বছর আগে এই ওয়ার্ডে ডেঙ্গির প্রকোপ দেখা দিয়েছিল। তাই যাতে আর না দেখা যায় সেই ব্যবস্থা করতে হবে। কাউন্সিলার সেখ নাজির উদ্দিন ছাড়াও এদিন উপস্থিত ছিলেন বিতান এর প্রতিনিধি শুভজিৎ সাহা, রিয়াশ্রি দত্ত, নির্মলসাথীর প্রতিনিধি রেজিনা খাতুন প্রমুখ।