
সন্তোষ পালঃ
বীরভূম জেলার দুবরাজপুর পৌরসভা উদ্যোগে ২৭ সেপ্টেম্বর দুবরাজপুর পৌরসভা কক্ষে ১৫ টি দুর্গা পুজোর কমিটিকে চেক প্রদান করা হলো। পৌরসভায় ইতিমধ্যে ২২ টি পুজো কমিটি রাজ্য সরকার প্রদত্ত ষাট হাজার টাকা করে অনুদান পেয়েছে কিন্তু প্রায় পনেরটি পুজো কমিটি সে সুযোগ পায় না তাই তাদের ব্যয়ভার কিছুটা লাঘব করার জন্য ছয় হাজার টাকা করে অনুদান প্রদান করা হয় দুবরাজপুর পৌরসভার পক্ষ থেকে। পৌরসভার পৌর প্রধান পীযূষ পান্ডে গত বছর থেকে এই সমস্ত পুজো কমিটিগুলোকে আর্থিক অনুদানের কথা মাথায় আনেন। গত বছর পনেরটি পুজো কমিটিকে ৫ হাজার করে চেক দেওয়া হয়। এবার তা বাড়িয়ে ছয় হাজার টাকা করা হয়। এই অনুষ্ঠানে পৌরসভার পৌর প্রধান পীযুষ পান্ডে ছাড়াও উপপৌরপ্রধান মির্জা সৌকত আলী, দুবরাজপুর থানার ও সি আফরোজ হোসেন, বিশিষ্ট শিক্ষক রামতনু নায়ক, দুবরাজপুর পৌরসভার নির্বাহী আধিকারিক কমলকান্তি দাস সহ অন্যান্য কাউন্সিলর ও পুজো কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।