দীপককুমার দাসঃ
সিউড়ির লম্বোদরপুর অন্নপূর্ণা সমিতির দুর্গা পুজোর মন্ডপসজ্জা খড় দিয়ে। মণ্ডপে ঢুকতে প্রথমেই দেখা যাবে বিশালাকার খড়ের ময়ূর। মন্ডপের ভিতরেও খড়ের ঝাড়বাতি, দেওয়াল জুড়ে খড়ের অনবদ্য কাজ। এবারে থিমের ভাবনা “খড়, সুতলির বন্ধনে, সবুজের সন্ধানে”। খড়ের অনবদ্য কাজ নিঁপুণভাবে ফুটিয়ে তুলেছেন কাটোয়ার শিল্পী গিরিধারী মন্ডল। অপূর্ব কারুকার্য শোভিত প্রতিমা এবারের অন্যতম আকর্ষণ। প্রতিমা তৈরি করেছেন কান্দির মৃৎশিল্পী কিরণ পাল। ক্লাবের সম্পাদক শ্বাশত দাস জানান, এবারের বাজেট সাড়ে চার লাখ টাকা। এই ক্লাবের আরেক সদস্য বিপ্লব দাস জানান, এবার খড়ের তৈরি জাতীয় পাখি ময়ূর পেখম মেলে স্বাগত জানাচ্ছে সকলকে। আর এবারের অন্যতম আকর্ষণ প্রতিমাও।