শম্ভুনাথ সেনঃ
বীরভূমের দুবরাজপুর পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের ডাঙ্গালতলা সর্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির দুর্গাপূজার আজ শুভ উদ্বোধন হয়। ব্ল্যাক ডায়মন্ড ক্লাবের পরিচালনায় এই পুজো এবার ২১ বছরে পরলো। আজ মহাষষ্ঠীর সন্ধ্যায় এই পুজোর উদ্বোধন করেন দুবরাজপুর পুরপ্রধান পীযূষ পান্ডে। সঙ্গে ছিলেন বিশিষ্ট আইনজীবী স্বরূপ আচার্য, পুরকাউন্সিলার সাগর কুন্ডু, ক্লাব সম্পাদক অভিজিৎ দাঁ প্রমুখ। আজ পয়লা অক্টোবর দিনটি “বরিষ্ঠ নাগরিক দিবস” হিসেবে চিহ্নিত। এদিন ক্লাবের পক্ষ থেকে বিজয় কবিরাজ, মানিকলাল দে, জয়ন্ত কুমার দাঁ এমন স্থানীয় ৪০ জন বরিষ্ঠ নাগরিকের হাতে নতুন বস্ত্র তুলে দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। সেই সঙ্গে ৪০০ জন সধবা মায়েদের হাতে দেওয়া হয় আলতা-সিঁদুর। উল্লেখ্য, পশ্চিমবঙ্গ সরকারের ৬০,০০০ টাকা পূজা অনুদান পাওয়া গেছে বলে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়।