শম্ভুনাথ সেনঃ
আজ ২ অক্টোবর, জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন। দিনটি আন্তর্জাতিক “অহিংসা দিবস” রূপে চিহ্নিত। এবার এই দিনটিতেই শুরু হয়েছে দুর্গোৎসবের মহাসপ্তমীর আরাধনা। চলছে শারদীয়া উৎসবের ছুটি। তবুও দুর্গোৎসবের মধ্য দিয়ে মহাত্মাজীকে শ্রদ্ধা জানাতে বীরভূমের দুবরাজপুর ব্লকে গড়গড়া জগদীশচন্দ্র ঘোষ স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ে আজ মহাত্মা গান্ধীর ১৫৪ তম জন্ম দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়। বিদ্যালয়ের শিক্ষক ও পড়ুয়ারা মহাত্মাজীর প্রতিকৃতিতে মাল্যদান ও শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে। পরে গ্রামের মানুষজনদের কাছে অহিংসার বার্তা দিতে বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন ছাত্র-ছাত্রীরা মহাত্মাজীর প্রতিকৃতি নিয়ে একটি শোভাযাত্রা ‘গড়গড়া’ গ্রাম পরিক্রমা করে। এদিন মহাত্মা গান্ধীর জীবন আদর্শ ও তাঁর অহিংসার বাণী ছাত্র-ছাত্রীদের কাছে তুলে ধরেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসিত কুমার গড়াই।