বীরভূম : গ্রামের পুজো: পণ্ডিতপুর সার্বজনীন দুর্গোৎসব

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের দুবরাজপুর ব্লকের লক্ষ্মীনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের “পণ্ডিতপুর” গ্রামে দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। তবে গড়ন্ত দুর্গাপ্রতিমা গ্রামে একটিই। জনশ্রুতি, শতাধিক বছরের পুরোনো গ্রামের এই সার্বজনীন দুর্গাপ্রতিমা। এবার পুজোর পুরোহিত সন্নিহিত দৌলতপুর গ্রামের শিবশংকর মজুমদার, তন্ত্র ধারক রয়েছেন ওই গ্রামেরই বুদ্ধদেব রায়। এছাড়াও পণ্ডিতপুর গ্রামে চক্রবর্তী বাড়ি, দে বাড়ি ও রুজ বাড়ির তিনটি পারিবারিক পুজো হয়। এই উৎসবকে ঘিরে থাকে গ্রাম জুড়ে আনন্দ। গত বছর থেকে সরকারি পূজা অনুদান পাচ্ছে গ্রামের এই দুর্গোৎসব পুজো কমিটি। এবারও অনন্য উৎসাহ আনন্দ নিয়ে এই দুর্গোৎসব শুরু হয়েছে। প্রতিদিনই রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *