সন্তোষ পালঃ
রাজ্য প্রাথমিক উন্নয়ন পর্ষদ আয়োজিত প্রাথমিক এর শেষ পরীক্ষা তথা বৃত্তি পরীক্ষার শুরু হলো আজ ১২ অক্টোবর। রাজ্যে ২২০০টি পরীক্ষা কেন্দ্রে ১ লক্ষ ৫২ হাজার ২০৪ জন পরীক্ষার্থী রয়েছে এবার। মাতৃভাষা, গণিত, সমাজবিজ্ঞান, বিজ্ঞান ও ইংরেজি এই পাঁচটি বিষয়ে পরীক্ষা নেওয়া হয়েছে চলবে ১৭ অক্টোবর পর্যন্ত। বীরভূম জেলায় এবার ৫৩ টি পরীক্ষা কেন্দ্রে ৫৩৪৩ জন পরীক্ষার্থী রয়েছে এমনটাই জানান বীরভূম জেলা প্রাথমিক উন্নয়ন পর্ষদের সম্পাদক ফরিদা ইয়াসমিন। দুবরাজপুর শ্রী শ্রী সারদেশ্বরী বিদ্যামন্দিরে দুটি পরীক্ষা কেন্দ্র রয়েছে। এই দুটি কেন্দ্রে ১২৬ জন পরীক্ষার্থী রয়েছে বলে জানান সেন্টার ইনচার্জ সুজিত দত্ত। ১৯৯২ সাল থেকে বেসরকারি উদ্যোগে এই বৃত্তি পরীক্ষা হয়ে আসছে। তবে ২০২০ ও ২০২১ সালে করোনা মহামারীর জন্য পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। এ বছর পুনরায় তা চালু হলো।