মেহের সেখঃ
‘সাহিত্য বাসর’ নামক সাহিত্য-সংস্কৃতিমূলক সংগঠনের উদ্যোগে ১৫ অক্টোবর শনিবার সন্ধ্যা ৭ টা থেকে ৮ টা পর্যন্ত ঘন্টা খানেক “বিদ্যাসাগরের অলোক সামান্য জীবন : দ্বিশতবর্ষেও বাঙালি জীবনের পথ নির্দেশক” বিষয়ে আন্তর্জালিক মাধ্যমে মনোজ্ঞ আলোচনা করলেন কল্যানী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপিকা ডঃ সাবিত্রী নন্দ চক্রবর্তী। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপিকা ডঃ সঙ্গীতা সান্যাল সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজের শতাধিক অধ্যাপক, গবেষক এবং ছাত্র/ছাত্রী। সমগ্র অনুষ্ঠানটি সুচারু ভাবে সঞ্চালনা করেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গবেষক পাপ্পু ছাতাইত।