শম্ভুনাথ সেনঃ
আজ ১৫ অক্টোবর দিনটি “বিশ্ব হাত ধোয়া দিবস” রূপে চিহ্নিত। বীরভূমের প্রাথমিক বিদ্যালয়গুলিতে ছাত্র-ছাত্রীদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে আজ জেলার বহু বিদ্যালয়ে “বিশ্ব হাত ধোয়া দিবস” নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয়। সাম্প্রতিককালে করোনা অতিমারী পরিস্থিতিতে এই দিবস উদযাপনের গুরুত্ব বেড়েছে। উল্লেখ্য, ইউরোপ মহাদেশের সুইডেনের রাজধানী স্টোকহোমে ২০০৮ সালের ১৫ অক্টোবর সর্বপ্রথম এই দিবসটি উদযাপন করা হয়। পরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে তারিখটি প্রতি বছর পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়। এখন বিশ্বব্যাপী জনসচেতনতা তৈরী ও উদ্বুদ্ধ করণের জন্য এটি একটি প্রচার মূলক দিন। প্রতি বছর এই ১৫ অক্টোবর বিশ্ব ব্যাপী দিনটি উদযাপিত হয়। শিশুবেলা থেকেই পরিষ্কার-পরিচ্ছন্নতা সম্পর্কে জীবন বোধ এবং অভ্যস্ত করানোর লক্ষ্যে বীরভূমের ময়ূরেশ্বর ২ নম্বর ব্লকের ‘উলকুণ্ডা প্রাথমিক বিদ্যালয়’ এবং দুবরাজপুর ব্লকের ‘গড়গড়া জগদীশচন্দ্র ঘোষ স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ে’ দিবসটি যথাযোগ্য আনন্দের সঙ্গে উদযাপনের খবর পাওয়া গেছে। আর সেই ছবি ধরা পড়েছে জেলার সেরা সাপ্তাহিকী “নয়াপ্রজন্মে’র” পাতায়। শিশু বয়স থেকেই পরিচ্ছন্নতা, রুচিবোধ, বিজ্ঞানমনস্ক জীবন যাপনের লক্ষ্য নিয়ে দিনটির তাৎপর্য ছাত্রছাত্রীদের কাছে তুলে ধরেন উলকুন্ডা প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক সুকুমার গঁড়াই। গড়গড়া জগদীশচন্দ্র ঘোষ স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ে দিনটি আজ যথাযোগ্য মর্যাদায় পালিত হলেও মিড ডে মিল খাবার আগে প্রতিদিনই ছাত্র-ছাত্রীদের হাত ধোয়ার উপর গুরুত্ব দেওয়া হয় বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসিত কুমার গড়াই।