সেখ ওলি মহম্মদঃ
গত ১৪ অক্টোবর, শুক্রবার রাত্রে রানিগঞ্জ মোরগ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কে কচুজোড় মোড়ের কাছে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে ভবঘুরের মত দেখতে পান সদাইপুর থানার পুলিশ কর্মীরা। তাঁর নাম পরিচয় জানতে চাইলে তাঁর কথার মধ্যে অসঙ্গতি দেখা যায়। তাই তাঁকে সদাইপুর থানাতে নিয়ে আসা হয়। সদাইপুর থানার ওসি মিকাইল মিয়া বিভিন্ন থানায় যোগাযোগ করে ঐ মানসিক ভারসাম্যহীন ব্যক্তির নাম ও ঠিকানা জানতে পারেন। তাই দেরি না করে তাঁর বাড়ির লোকেদের সাথে যোগাযোগ করে খবর দেন। আজ ঐ মানসিক ভারসাম্যহীন ব্যক্তির বাড়ির লোকজন এসে তাঁকে সদাইপুর থানা থেকে নিয়ে যান। এদিন সদাইপুর থানার পক্ষ থেকে ঐ ব্যক্তিকে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। জানা যায়, ঐ ব্যক্তির নাম বনমালি দাস। বাড়ি পাঁড়ুই থানার গড়গড়িয়া গ্রামে। বাড়ির লোকজন বনমালি দাসকে পেয়ে স্বভাবতই খুশি এবং সদাইপুর থানার পুলিশদের ধন্যবাদ জ্ঞাপন করেন। উল্লেখ্য, সম্প্রতি ঝাড়খণ্ডের ভারসাম্যহীন এক মহিলা রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলেন। সদাইপুর থানার পুলিশ তাঁকে নিয়ে আসে থানায়। তারপর তাঁর বাড়ির লোকেদের সাথে যোগাযোগ করে তাঁকেও পরিবারের হাতে তুলে দেওয়া হয়।